Keu Kotha Rakheni Lyrics (কেউ কথা রাখেনি) Minar Rahman

Keu Kotha Rakheni Lyrics (কেউ কথা রাখেনি) Minar Rahman


Song : Keu Kotha Rakheni
Flim : Album
Singer : M Hasan S. Iqbal & Dristy Anam
Lyrics : Minar Rahman
Music : Sajid Sarker
Label : Minar Rahman
 

 

Keu Kotha Rakheni Lyrics (কেউ কথা রাখেনি):

 

 কেউ কথা রাখেনি ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,
কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি।
আর ডাকেনি..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।

কেউ দূর আকাশে জোছনা মাখে
কেউ জোনাকির আলোয় গল্প লেখে,
কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে
ভুল পংক্তিমালা আবারো হাসে।
আবারও হাসে..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।

চেনা পথ গুলো আজ দূরে দূরে
ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়,
সেই পুরোনো ঘর, পুরোনো চাদর
সব স্মৃতি হয়ে দক্ষিনা হাওয়ায় ভাসে।
দক্ষিনা হাওয়ায় ভাসে..

কেউ কথা রাখেনি ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,
কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি।
আর ডাকেনি..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।



কেউ কথা রাখেনি লিরিক্স - মিনার রহমান :

Keu kotha rakheni valobasheni
Keu chupi chupi paay kache asheni
Keu godhuli belay du'haat bariye
Khub ador mekhe aar dakeni
Ghor chara batas hoye tomay vasate chai
Paaltola noukay abar harabo
Ghum vanga sokal hoye tomay hasate chai
Chokhjure shopne ure berabo

 

Related Posts

Subscribe Our Newsletter

0 Response to "Keu Kotha Rakheni Lyrics (কেউ কথা রাখেনি) Minar Rahman"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel